বদনজরের লক্ষন সমূহ

 **বদনজরের লক্ষন সমূহ**

যারা নিজেদের বদনজরে আক্রান্ত ভাবছেন বা যারা যাচাই করতে চান যে তিনি আসলেই বদনজরে আক্রান্ত কিনা তাদের জন্য এই পোস্ট উপকারী হবে ইন শা আল্লাহ। বদনজর আক্রান্ত হওয়ার অনেক লক্ষণ আছে, তার মাঝে কয়েকটি হল -
১। শরীরে জ্বর থাকা, কিন্তু থার্মোমিটারে না উঠা।
২। কোনো কারণ ছাড়াই কান্না আসা।
৩। প্রায়সময় কাজে মন না বসা। ইবাদাত, কাজকর্ম, পড়াশোনায় মন না বসা।
৪। প্রায়শই শরীর দুর্বল থাকা, ক্ষুধামন্দা, বমি বমি ভাব লাগা।
৫। চেহারা ধুসর/হলুদ হয়ে যাওয়া।
৬। মাঝেমাঝে বুক ধড়পড় করা, দমবন্ধ বা অস্বস্তি লাগা।
৭। অহেতুক মেজাজ বিগড়ে থাকা।
৮। আত্মীয়-স্বজন বা বন্ধুদের সাথে দেখা হলেই ভালো না লাগা।
৯। অতিরিক্ত চুল পড়া। ওষুধ-শ্যাম্পুতে কাজ না করা।
১০। পেটে প্রচুর গ্যাস হওয়া।
১১। বিভিন্ন রোগব্যধি লেগে থাকা। অথবা সাধারণ রোগ দীর্ঘদিন চিকিৎসাতেও ভালো না হওয়া।
১২। হাত-পায়ে মাঝেমধ্যেই ব্যাথা করা, পুরো শরীরে ব্যাথা দৌড়ে বেড়ানো।
১৩। ব্যবসা বা কাজকর্মে ঝামেলা লেগে থাকা।
১৪। আপনি যে কাজে অভিজ্ঞ সেটা করতে গেলেই অসুস্থ হয়ে যাওয়া।

অভিজ্ঞ রাকীর মাধ্যমে জিন, যাদু, নজরের রুকইয়াহ সার্ভিস নিতে যোগাযোগ করুন : 01708-732272

Comments

Popular posts from this blog

আশিক জিন কাকে বলে? আশিক জিনের লক্ষণ সমূহ।

বিয়ে আটকে থাকার পেছনে যাদু

বদনজরের গোসলের নিয়মঃ